এখন কৃষককে আর সারের পেছনে ঘুরতে হয় না : তারানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষকদের অধিকার সুনিশ্চিত করেছে। একটা সময় ছিল যখন সারের জন্য দ্বারে দ্বারে ঘুরে কৃষককে জীবন দিতে হতো। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষককে আর সারের পেছনে ঘুরতে হয় না বরং সারই কৃষকের পেছনে ঘুরে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধুলাবিষয়ক বিনোদনমূলক অনুষ্ঠান ‘কৃষক বিনোদন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকদের সুবিধার্থে রয়েছে কৃষি বাতায়ন ও কৃষিতথ্য। যার মাধ্যমে কৃষকরা সহজেই কৃষি সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমাদের কৃষকরা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসতে পারেন তাহলে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। এজন্য আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

নাগরপুর উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা বিএম রাশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে কৃষাণ-কৃষাণীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামীন খেলাধুলার প্রতিযোগিতায় অংশ নেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমও কৃষাণ-কৃষাণীদের সঙ্গে খেলায় অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।