কুকুর আতঙ্কে নগরবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১১ মার্চ ২০১৮

টাঙ্গাইল পৌর এলাকাজুড়ে ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ কুকুর। অস্বাভাবিক হারে কুকুরের বংশ বিস্তার ও উৎপাত বৃদ্ধি পেলেও বন্ধ রয়েছে পৌরসভার কুকুর নিধন অভিযান।

এসব কুকুরের উপদ্রবে এখন অতিষ্ঠ হয়ে পড়েছে পৌর এলাকার প্রতিটি পাড়া ও মহল্লাবাসী। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে জলাতঙ্ক আতঙ্ক।

সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রতিটিতে শতাধিক নতুন কুকুর দেখা যাচ্ছে। এর মধ্যে অতিমাত্রায় বেওয়ারিশ কুকুরের বংশ বৃদ্ধি পেয়েছে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের স্টেডিয়াম ব্রিজ থেকে মেসের মার্কেট ও ঘোনাপাড়া এলাকায়।

Tangail-dog

বৃহত্তর এলাকাটির এ সীমানার মধ্যেই পুরাতনের সঙ্গে নতুন কুকুর যোগ হয়েছে অর্ধশতাধিক। ৪ নং ওয়ার্ডের বেড়াডোমা স্কুল মোড় পর্যন্ত কুকুরের সংখ্যা পঞ্চাশের ওপর। ৫ নং ওয়ার্ডের ফারুক আহমদের বাসার মোড় থেকে দিঘুলিয়া স্কুল পর্যন্ত সড়কে বৃদ্ধি প্রাপ্ত কুকুর রয়েছেও ত্রিশের অধিক। ৬ নং ওয়ার্ডের পার্ক বাজার হয়ে প্যারাডাইস পাড়া, বেবিস্ট্যান্ড ও মহিষখোলা পর্যন্ত প্রায় শতাধিক কুকুর রয়েছে। এছাড়া অন্যান্য ওয়ার্ডেও বৃদ্ধি পেয়েছে একই সংখ্যক কুকুর।

৩ নং ওয়ার্ডের ঘোনাপাড়ার অটোরিকশাচালক আনোয়ার বলেন, এভাবে কুকুর বৃদ্ধির ফলে রাস্তা চলাচলে ব্যাপক সমস্যা পোহাতে হচ্ছে। বিশেষ করে ভোর বেলা ও রাতে কুকুরের অত্যাচার বাড়ে। একসঙ্গে ৮ থেকে ১০টি কুকুর গাড়ির ওপর হামলা করে। গত ৭ ফেব্রুয়ারি ভোরে ঘোনাপাড়া মোড়ে কুকুরের হামলার শিকার হই আমি।

একই এলাকার গৃহিণী মরিয়ম বেগম বলেন, কুকুরের উপদ্রবে বাসাবাড়ির ছোট ছোট বাচ্চাদের স্কুল, কোচিংসহ চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই শোনা যাচ্ছে কুকুরে ধাওয়া দিয়েছে। কবে কার সন্তানকে কুকুর কামড় দেয় এ নিয়ে ভীষণ আতঙ্কে আছি।

Tangail-dog

৬ নং ওয়ার্ডের দিনমজুর রফিক জানান, গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাক বাজার সংলগ্ন পুরাতন পৌর ভবনের সামনে কুকুরের আক্রমণের শিকার হন তিনি। স্থানীয়রা এগিয়ে আসায় ওই যাত্রায় তিনি কুকুরের হাত থেকে রক্ষা পান।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত স্যানেটারি ইন্সপেক্টর খন্দকার আব্দুল কাদের সিরাজুল ইসলাম রতন বলেন, কুকুর নিধন অভিযান শুরু হয়েছে। রেজিস্ট্রার অনুযায়ী প্রতিটি এলাকায় অভিযান চলবে। দ্রুত সময়ের মধ্যে শহরের প্রতিটি এলাকায় জন্ম নেয়া বেওয়ারিশ কুকুর নিধন করা হবে।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।