মির্জাপুরে দুই মাদরাসাছাত্র ১১ দিন ধরে নিখোঁজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১১ মার্চ ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে ১১ দিন ধরে দুই মাদরাসাছাত্র নিখোঁজ রয়েছে। এরা হলো উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র আদিল খান (১৫) ও রিফাদ (১৩)।

আদিল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা গ্রামের শরিফ খানের ও রিফাদ পার্শ্ববর্তী সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের নছু মিয়ার ছেলে।

মির্জাপুর থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১ মার্চ বৃহস্পতিবার বিকেলে তারা দুইজন মাদরাসার পাশে ফতেপুর বাজারে যায়। সেখানে তারা আবুল হোসেন নামে এক ব্যক্তির দোকানে গিয়ে বসে।

কিছুক্ষণ পর আবুল হোসেন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেন। এতে তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে ওই দুই মাদরাসাছাত্র নিখোঁজ রয়েছে। পরে এ ঘটনায় আদিলের বাবা শরিফ খান গত ৭ মার্চ বুধবার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে, দুই ছাত্র নিখোঁজ থাকায় তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আদিলের চাচা শহিদুল খান জানান, তারা দুইজনেই মাদরাসার আবাসিক শিক্ষার্থী। ঘটনার দিন বিকেলে তারা ফতেপুর বাজারে কেনাকাটা করতে গিয়েছিল। এরপর থেকেই নিখোঁজ রয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, তাদের দুইজনকে খোঁজে বের করার চেষ্টা চলছে।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।