ডাল ক্ষেতে গরু বাঁধতে বাধা, শিক্ষিকার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৮ মার্চ ২০১৮

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে খেসারির ডাল ক্ষেতে গরু বাঁধতে বাধা দেয়ায় বখাটে মোতালেব সরদার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষিকা জুনিয়া আক্তারের ওপর হামলা চালিয়েছে।

শিক্ষিকার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলেও বখাটেদের ভয়ে কেউ তাকে উদ্ধার করতে সাহস পায়নি। পরে তার স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করেন। আহত জুনিয়া আক্তার চরভেদুরিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরমালিয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মোতালেব সরদার শনিবার বিকেলে জাকির হোসেনের খেসারির ক্ষেতে গরু বেঁধে রাখে। এতে জাকিরের খেসারি নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে জাকিরের স্ত্রী শিক্ষিকা জুনিয়া প্রতিবাদ করে।

এতে ক্ষিপ্ত হয়ে মোতালেব, তার ভাই আক্তার সরদার, বাদল সরদার, আরমান সরদার, রেহানা বেগমসহ ৭/৮ জন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাকিরের বাড়িতে ঢুকে জুনিয়াকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে মৃতভেবে ফেলে যায়। এ ঘটনায় বিএম জাকির হোসেন বাদী হয়ে মোতালেব সরদারসহ ৫ জনকে আসামি করে মামলা করেছেন।

বিয়ষটি নিশ্চিত করে মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

সাইফ আমীন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।