দিনাজপুরে বিএডিসির নির্মাণাধীন হিমাগার ধসে ৪ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২২ মার্চ ২০১৮

দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নির্মাণার্ধীন হিমাগারের ছাদ ধসে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর ফয়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার নশিপুরে দুই হাজার মেট্রিক টন বীজ ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগার নির্মাণ কাজ চলছে। সেনা বাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লি. কাজটি সম্পন্ন করছে। বৃহস্পতিবার ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। এ সময় চারজন নির্মাণ শ্রমিক আহত হন।

স্থানীয়রা জানান, দুপুরে সবাই খাবারের বিরতিতে থাকার কারণে বড় ধরনের হতাহতের ঘটেনি।
তবে কর্তব্যরত ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সাব ঠিকাদার হিসেবে সদর উপজেলার রানীগঞ্জ এলাকার জনৈক নুর আলম ও সাজ্জাদ কাজটি করছেন বলে জানা গেছে।

দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হবে।

বিএডিসির যুগ্ম পরিচালক মোসাদ্দেক হোসেন রিংকু জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।