মায়ের সঙ্গে প্রতারণা করতে চায়নি সোয়েব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে সোয়েব আহমেদ (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সোমবার রাতে ফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোয়েব আহমেদ একই গ্রামের স্বপন সরদারের ছেলে। সোয়েব ধনবাড়ী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ প্রসঙ্গে ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সোয়েব আহমেদ ধনবাড়ী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা দেয়। কিন্তু সে ওই টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়। এ কারণে সে চলতি এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু ফর্ম পূরণের জন্য বাড়ি থেকে টাকাও নিয়েছিল সে।

ওসি বলেন, গতকাল সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সোয়েব সকলের কাছে দোয়া চেয়ে পরীক্ষা দিতে যায়। পরে সে বাসায় আসলে তার মা তাকে পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করলে ঠিকমতো উত্তর দিতে পারেনি।

এতে মায়ের সন্দেহ হলে পরের পরীক্ষার দিন সোয়াবের সঙ্গে পরীক্ষা হলে যাবে বলে জানান মা। পরীক্ষা হলে গেলে মায়ের সঙ্গে প্রতারণা হবে ভেবে গভীর রাতে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সোয়েব।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।