উচ্চারণ সঠিকভাবে না পারায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার আকাশী শেওড়াতলা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান উলূমে দ্বীনিয়াহ মাদরাসার শিক্ষকের বেত্রাঘাতে এক ছাত্রকে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

হেফজ বিভাগের ওই ছাত্রের নাম রিফাত হোসাঈন। সোমবার হেফজ বিভাগের শিক্ষক ফজলুর রহমান শব্দের উচ্চারণ সঠিকভাবে করতে না পারার অপরাধে রিফাত হোসাঈনকে বেধড়ক মারধর করেন।

স্থানীয়রা জানায়, শহরের নজরুল ইসলাম নামে একব্যক্তি ২০০৮ সালে ‘উলূমে দ্বীনিয়াহ্’ নামে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত মাদরাসাটিতে কোনো পরিচালনা কমিটি নেই।

সোমবার হেফজ বিভাগের শিক্ষক ফজলুর রহমান শব্দের উচ্চারণ সঠিকভাবে করতে না পারার অপরাধে রিফাত হোসাঈনকে বেধড়ক প্রহার করেন। এতে রিফাত হোসাঈন অসুস্থ হয়ে পড়লে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

আহত রিফাতের বাবা নুরুজ্জামান জানান, তার ছেলে আরবি ‘ফাঁ’ শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে না পারায় যেভাবে পিটানো হয়েছে তা কোনোভাবেই একজন শিক্ষকের কাজ হতে পারে না। তিনি ফজলু মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযুক্ত শিক্ষক ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কাজ শিক্ষার্থীদের পড়া শিখানো। পড়া না পারলে একটু তো শাসন করতেই হয়।

এ বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুজ্জামান জানান, চিকিৎসা দেয়ার পর ছেলেটি বর্তমানে আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।

এ প্রসঙ্গে মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।