ডিসেম্বরেই রাজশাহীর গুরুত্বপূর্ণ সব রাস্তা চারলেন হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ সব রাস্তা চারলেনে উন্নীত করা হবে।

বুধবার নাগরিক সেবার মানোন্নয়নে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মেয়র।

সকালে নগর ভবনের জিআইজেড সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিকের বাণিজ্যিক ভবনগুলো দ্রুত নির্মাণ শেষ করে ব্যবসায়ীদের পুনর্বাসন, মশা নিধন, ফুটপাত দখলমুক্তকরণ, নর্দমা পরিষ্কার, যানজট নিয়ন্ত্রণে ইজিবাইক চলাচল নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন নাগরিক ভোগান্তি লাঘবে উদ্যোগ নেয়ার দাবি জানান রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

সভায় আধুনিক রাজশাহী গড়তে ‘মহাপরিকল্পনা-২০৫০’ গ্রহণ ও তা বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান মেয়র। তিনি বলেন, নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে রাসিক। সকল রাস্তার টেকসই উন্নয়নে সিসি ঢালাই করা হচ্ছে। রাস্তার উন্নয়নকাজ চলমান। ভাঙা রাস্তাগুলো শিগগিরই মেরামত কাজ শুরু হবে।

রাজশাহীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চান মেয়র বুলবুল। তিনি বলেন, নগরীর ২০টি পয়েন্টে পাবলিক টয়লেট স্থাপন করছে রাসিক। বর্জ্য ব্যবস্থাপনায় আরও কয়েকটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ পরিকল্পনা নেয়া হয়েছে। এ সময় ড্রেনের সঙ্গে শৌচাগারের সংযোগ না দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।

সভায় পিপিপির আওতায় নির্মিত রাসিকের বাণিজ্যিক ভবনগুলো নিয়ে সৃষ্ট সংকট সমাধানের আশ্বাস দেন মেয়র। একইসঙ্গে নগরীতে ইজিবাইক নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন অবরুদ্ধ ভুবনমোহনপার্ক উদ্ধার এবং সোনাদীঘির ঐতিহ্য ফিরিয়ে দেয়ারও আশ্বাস দেন। রাজশাহী নগরীর উন্নয়নে সবার সর্বাত্মক সহায়তাও চান মেয়র বুলবুল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাসিকের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযব, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, চেম্বার অব কমার্সের পরিচালক সদরুল ইসলাম ও কবি আশরাফুল আশেকীন প্রমুখ।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।