দাদার জানাজায় যাচ্ছিল নাতি ও তার বন্ধু অতঃপর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সামনে মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার বিকেল সোয়া ৩টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীরা হলেন- কাহারোল উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে নওশাদ হোসেন (১৮) ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কালিবাড়ী গ্রামের আনসারুল হকের ছেলে হুমায়ুন কবির (১৮)। তারা দুই বন্ধু দিনাজপুর হলিল্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংগ্রহণ করেছিল।

দিনাজপুর দশ মাইল হাইওয়ে থানা পুলিশের এসআই সাদিকুজ্জামান জানান, বুধবার দুপুরে হুমায়ুন কবিরের দাদা মারা যান। দাদার জানাজায় শরিক হওয়ার জন্য মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও যাচ্ছিল দুই বন্ধু।

কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে দিনাজপুরগামী একটি মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নওশাদ হোসেন মারা যান। আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে হুমায়ুন কবিরও মারা যান।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।