দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেল আহম্মেদ (২৯) নিহত হয়েছেন।

বুধবার বেলা ২টার দিকে ঘোড়াঘাট ডুকডুকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আহম্মেদ পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দীন দুলুর ছেলে।

ঘোড়াঘাট থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা নিহতের পাশাপাশি এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।