রাজাপুরে দলিল জালিয়াতি : বরখাস্ত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১২ এপ্রিল ২০১৮

ঝালকাঠির রাজাপুরে দলিল জালিয়াতির অভিযোগে অফিস পিওন ও ৩ দলিল লেখকসহ মোট চারজনকে সাময়িক বরখাস্ত করেছেন রাজাপুর উপজেলা সাব-রেজিস্ট্রার ইয়াছমীন সিকদার।

তারা হলেন- অফিস পিওন কবির হোসেন, দলিল লেখক মো. জাকির হোসেন মিনু, মো. সোহাগ সিকদার ও মো. দেলোয়ার হোসেন। সেইসঙ্গে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীনের নির্দেশে ইয়াছমিন সিকদার ওই চারজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

অফিস সহকারী মহাদেব চন্দ্র দাস জানান, অফিস পিওনের যোগসাজশে দলিলের দাগ নম্বর পরিবর্তন করা হয়েছে জমি রেজিস্ট্রি হওয়ার ও বালামে লিপিবদ্ধ করার অনেক পরে। তদন্তে অভিযুক্ত প্রমাণ হলে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে রাজাপুর সাব-রেজিস্ট্রার ইয়াছমীন সিকদার জানান, অফিসের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হলেও এরা ঘটনায় জড়িত কিনা তা দেখার জন্য কাঠালিয়ার সাব-রেজিস্ট্রারকে তদন্তের ভার দেয়া হয়েছে। 

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা কাঠালিয়ার সাব-রেজিস্ট্রার মো. মাইনুল হক বলেন, তদন্তের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। জেলা রেজিস্ট্রারের অনুমতি পেলেই তদন্তের কাজ শুরু করব।        

মোঃ আতিকুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।