দৌলতদিয়ায় সিরিয়ালে ৫ শতাধিক যানবাহন
দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া নদী পারাপারের অপেক্ষায় প্রায় ৫ শতাধিক যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আসা সাধারণ যাত্রী ও যানবাহনের চালকরা।
শুক্রবার বিকেলে দৌলতদিয়া ঘাট বিঅাইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল রাতে কাল বৈশাখী ঝড়ের ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকা ও ব্যহত হয়। এ কারণেই শুক্রবার দৌলতদিয়ায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে ছোট বড় প্রায় ৫ শতাধিক যানবাহন সিরিয়ালে রয়েছে। এ রুটে বর্তমানে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) অাবু অাব্দুল্লাহ জানান, ঝড়ো বাতাসের কারণে রাতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দিনে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। অাবহাওয়া স্বাভাবিক থাকলে অার ফেরি চলাচল ব্যাহত না হলে অল্প সময়ের মধ্যে যানবাহনের চাপ কমে যাবে।
রুবেলুর রহমান/এমএএস/পিআর