প্যারেড করার সময় পুলিশের এসআইয়ের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্যারেড করার সময় আশ্রাফুল হক (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার ডিসি নম্বর ২০।

পিটিসি সূত্রে জানা গেছে, আশ্রাফুল হক বিভাগীয় ক্যাডেট কোর্স সম্পন্ন করতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত থাকাবস্থায় দুই মাস ১৫ দিন আগে পিটিসিতে প্রশিক্ষণে আসেন। রোববার বিকেলে তিনি প্যারেড করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পিটিসির সহকারী পুলিশ সুপার মোহসীন এসআই আশ্রাফুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি পিটিসিতে প্রশিক্ষণরত অবস্থায় শাজাহান হাওলাদার (৪৫) নামে আরেক এসআইয়ের মৃত্যু হয়।

এস এম এরশাদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।