বন্ধ হয়ে গেল টাঙ্গাইলের ‘দৈনিক প্রগতির আলো’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

বন্ধ হয়ে গেলো টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক প্রগতির আলো পত্রিকা। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাৎ ইমরানের বিরুদ্ধে জামায়াত ইসলামের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ও জেলা পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনের ভিত্তিতে এই পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।

১২ এপ্রিল টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এক আদেশপত্রের মাধ্যমে জানা যায়, জেলা পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে বলা হয়েছে আনোয়ার সাদাৎ ইমরান জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত। তার পত্রিকা ও প্রেসের মাধ্যমে ইতোপূর্বে জিহাদী বই ছাপানোর অভিযোগ রয়েছে। আনোয়ার সাদাৎ ইমরান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা জামায়াতা ইসলামের মনোভাবাপন্ন হওয়ায় ভবিষ্যতে এ পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়াসহ অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ প্রতিবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট দৈনিক প্রগতির আলোর সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাৎ ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দেন। তবে দৈনিক প্রগতির আলোর সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাৎ ইমরানের পাঠানো ওই নোটিশের জবাব সন্তোসজনক না হওয়ায় পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।

প্রসঙ্গত, ২০০১ সালে জুনে ‘দৈনিক প্রগতির আলো’ যাত্রা শুরু করে। আগামী জুনে পত্রিকাটি ১৮ বছরে পদার্পণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

আরিফ উর রহমান টগর/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।