বৈশাখী মেলায় অশ্লীল নৃত্য, প্যান্ডেল পুড়িয়ে দিল প্রশাসন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৭ এপ্রিল ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈশাখী মেলার প্যান্ডেল আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার রাতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারীকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহফুজা, শারমিন, রাবিয়া ও আঁখি মনি। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Gazipur-Jatra-1

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, পহেলা বৈশাখ উদযাপনের নামে মাওনা ইউনিয়নের বারতোপা বাজার সংলগ্ন একটি খোলা জায়গায় বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয়রা। মেলাটির কোনো অনুমোদন না থাকায় এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেলার প্যান্ডেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেলার আয়োজকরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়। পরে আটকদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে কারাদণ্ড দেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।