বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে : কেরামত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, তোমাদের পড়াশুনার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। আর সে লক্ষে কাজ করছে শেখ হাসিনা। আগামী বাজেটে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালুর চেষ্টা করা হচ্ছে। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার আদাপুনীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

কাজী কেরামত আলী বলেন, বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশুনায় এগিয়ে। আর তোমরাই আগামীদিনে ভবিষৎ। পড়াশুনা না করলে স্বপ্ন পূরণ করা সম্ভব না। তাই তোমরা ভালোভাবে পড়াশুনা করবে। গত বছর এ বিদ্যালয়ে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, সে ঘোষণা অনুযায়ী নির্বাচনের আগে ডিসেম্বর মাসের আগেই এ বিদ্যালয়ে নতুন ভবনসহ উন্নয়ন কাজ করা হবে এবং যার ট্রেন্ডার আগামী মাসে হবে। এ উন্নয়নের জন্য উপজেলা পরিষদ থেকে অর্থায়ন করার ব্যবস্থা করা হবে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু, ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, বানিবহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, বিদ্যালয়ের পরিচানা কমিটির সদস্য শাহদাত হোসেন, নেফাজউদ্দিন মন্ডল অনুষ্ঠানে বক্তব্য দেন।

রুবেলুর রহমান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।