গাজীপুরে চার কাউন্সিলর প্রার্থীসহ ৬ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

আচরণবিধি লঙ্ঘনের দায়ে রোববার বিকেলে গাজীপুর সিটি নির্বাচনের চার কাউন্সিল প্রার্থীসহ ছয়জনকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার জানান, আলোকসজ্জা, আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর অভিযোগে দুইজন সাধারণ এবং দুইজন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী এবং দুই মেয়র প্রার্থীর দুই কর্মীকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিচারকরা হলেন- গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলম ও রুবাইয়া ইয়াসমিন।

দণ্ডিতরা হলেন- ৩৮নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমানকে (ঘুড়ি) প্রতীকে আলোকসজ্জার অপরাধে ৩৫ হাজার টাকা, একই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. মনিরুজ্জামানকে (টিফিন ক্যারিয়ার) দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ২৫ হাজার টাকা, এবং ১৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী শিরিন আক্তারকে (আনারস) দেয়ালে আঠা দিয়ে স্টিকার সাঁটানোর অপরাধে ৩ হাজার টাকা, আফসানা আক্তারকে (বই) দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ২৫ হাজার টাকা এবং ২৮নং ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের গণসংযোগকালে এক গাড়িতে পোস্টার লাগানোর অপরাধে গাড়ির মালিক জিয়াউল হাসানকে ৫ হাজার টাকা এবং একই এলাকায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে বিধি ভঙ্গ করে মিছিলে নেতৃত্ব দেয়ার অপরাধে মো. ইউসুফ আলী নামে তার কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।