দিনাজপুরে ১০ হাজার ৭৫৫ শিক্ষার্থী পেলো জিপিএ-৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৬ মে ২০১৮

চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারে দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ। যা গত বছরের তুলনায় কম।

তবে বেড়েছে শূন্য পাসের স্কুলের সংখ্যা ও জিপিএ-৫। রোববার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৬ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন।

এদের মধ্যে ছাত্র ৭২ লাখ ৬১৬ জন ও ছাত্রী ৭২ লাখ ২৬০ জন। গড় পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৮১ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৬৮০ জন ও ছাত্রী ৫ হাজার ৭৫ জন। যা গতবার ছিল ৬ হাজার ৯২৯ জন। গত বারের চেয়ে এবার ৩ হাজার ৮২৬ জন শিক্ষার্থী পেলো বেশি জিপিএ-৫।

এসএসসি পরীক্ষায় শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা ৮৪টি। যা গতবার ছিল ১৬৬টি। কেউই পাস করেনি এমন (শূন্য ফলাফল প্রাপ্ত) বিদ্যালয়ের সংখ্যা ৫টি। যা গতবার ছিল ১টি। এবার ৪টি স্কুল বেড়েছে এ শিক্ষা বোর্ডে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার ফলাফল খারাপ হলেও যারা পাস করেছে তাদের পাস নিয়ে বিতর্কের সুযোগ নেই। দিনাজপুর শিক্ষা বোর্ডে যারা ফেল করেছে তাদের মধ্যে অধিকাংশই অংকে ফেল করেছে। তাই আগামীতে ছাত্রদের ভালো ফলাফলের জন্য অংক বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।