বাবার ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের
দিনাজপুরের রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ফায়ার সার্ভিস কর্মী ও তার ছোট ভাইয়ের পা থেঁতলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে ফায়ার সার্ভিস কর্মী ফয়জার রহমান (২৬) ও আফজাল হোসেন (২০)। ফয়জার রহমান নীলফামারী জেলায় ফায়ার স্টেশনে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজার থেকে বাবার জন্য ওষুধ নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ফয়জার রহমান ও তার ভাই আফজাল হোসেন। এ সময় দিনাজপুরগামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৮০২) বাড়ির দুইশ গজ দূরে রাণীরবন্দর বাজারে মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে দুই ভাই রাস্তার ছিটকে পড়লে ট্রাকটি তাদের পায়ে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল ওহাব জানান, আহত দুই ভাইয়ের পায়ের হাড় ভেঙে গেছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে।
এমদাদুল হক/জিতু কবীর/আরএআর/পিআর