মুরগি খেতে এসে ধরা পড়ল অজগর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১২ মে ২০১৮

কক্সবাজারের মহেশখালী দ্বীপের লোকালয়ে এসে মুরগি খাওয়ার সময় বিশালাকার এক অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার তেলী পাড়া গ্রামের মৃত আলী রাজার ছেলে মোস্তাকের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বাড়ির গৃহকর্তা মোস্তাক বলেন, কয়েকদিন আগে সাপটি পাহাড় থেকে লোকালয়ে আসে। এরপর ক্ষুধা মেটাতে বিভিন্ন বাড়ির গোয়াল ঘরে থেকে হাঁসমুরগি খায়। শনিবার দুপুরে আমার বাড়ির গোয়ালঘরে ঢুকে মুরগি খাওয়ারত অবস্থায় তাকে স্থানীয়দের সহায়তায় বন্দী করি। পরে বনবিভাগের লোকজন এসে সাপটিকি উদ্ধার করে নিয়ে যায়।

python

মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, অজগরটি হয়ত খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে মুদিরছড়া গরমছড়ি এলাকায় আসে। এলাকাবাসী অজগরটি জীবিত উদ্ধার করে বিভাগ অফিসে নিয়ে আসলে পরে গহীন বনে অবমুক্ত করা হয়।

সায়ীদ আলমগীর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।