গাজীপুরে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসী হামলা ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৩ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে শহরের ছোট দেওড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী কাউন্সিলরের কার্যালয়ের দরজার কাঁচ এবং অফিস কক্ষের চেয়ার টেবিল ভাঙচুর করে।

২৯নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল আলম জানান, স্থানীয় যুবলীগ কর্মী মোতালেব হোসেন আসন্ন সিটি নির্বাচনে তার কর্মীদের ভয়ভীতি দেখানোর জন্য তার কার্যালয়ের হামলা ও ভাঙচুর করে। হামলাকালে তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

তিনি বলেন, এর আগে শুক্রবার সকালে স্থানীয় দুলাল নামে এক ব্যক্তিকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে মোতালেব। এ ঘটনায় কাউন্সিলর কার্যালয়ে বিচার দিলে তিনি বিষয়টি মিটমাট করে দেন।

কাউন্সিলর খায়রুল আলম জানান, মোতালেব এলাকার সুজন হত্যা মামলাসহ অসংখ্য মামলার আসামি এবং একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এ ঘটনাটি সিটি কর্পোরেশনের মেয়র এবং জয়দেবপুর থানায় অবহিত করেছেন তিনি। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।