রসুলপুরে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৫ মে ২০১৮

দিনাজপুরের কাহারোলের উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) সঞ্জয় কুমার মিত্র জয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার এ উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) সঞ্জয় কুমার মিত্র ৬৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশা (ধানের শীষ) পেয়েছেন ৪৮২০ ভোট। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী মো. সিরাজূল ইসলাম (আনারস) ২৭২১ ভোট ও মো. রিপন ইসলাম (চশমা) মার্কা পেয়েছেন ২৪ ভোট।

উল্লেখ্য, ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মারা যাওয়ার পর এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। 

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।