বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৮ মে ২০১৮
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকায় রফিকুল ইসলাম সুরুজকে (৫৫) গলাটিপে হত্যার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে লিটন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীদা সুলতানা জানান, টাকা নিয়ে ঝগড়ার জের ধরে লিটন এই কাণ্ড ঘটান।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই মো. সেলিম মিয়া বলেন, বিকেলে ঝগড়ার এক পর্যায়ে লিটন ক্ষিপ্ত হয়ে তার বাবাকে মারধর ও গলাটিপে ধরে। এতে রফিক আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটনকে গ্রেফতার করে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।