কিশোরগঞ্জে ট্রলার থেকে পড়ে কলেজছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৮ মে ২০১৮

কিশোরগঞ্জের ইটনায় চলন্ত ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে সত্যব্রত দাস নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে ইটনা উপজেলা সদরের বিলাসপুর এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সত্যব্রত দাস ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের রানু দাসের ছেলে। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

ইটনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সত্যব্রত দাস একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলারে ইটনা সদর থেকে ধনপুর যাচ্ছিলেন। উপজেলা সদরের বিলাসপুর এলাকায় অসাবধানতাবশত ট্রলার থেকে ধনু নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরনাথ দাস জানান, বিকেল পর্যন্ত কলেজছাত্র সত্যব্রত দাসের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।