টাঙ্গাইলে ৬ মাদকসেবীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৮ মে ২০১৮

টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম ও শাহনুর জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৬ মাদকসেবীকে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি মাটির নিচে ৩০-৩৫ লিটারের ড্রাম দিয়ে তৈরি ১৮টি মদের হাউজ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- টাঙ্গাইল পৌর এলাকার মানিক সরকার (৪৬), ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের আব্দুস সাত্তার (২৮), গোপালপুর উপজেলার মজিদপুর গ্রামের দুলাল সরকার (২৮), নরসিংদীর মনোহরদী উপজেলার চর আহম্মদপুর গ্রামের মো. শাহিন (২৬), টাঙ্গাইল পৌর এলাকার আনোয়ার হোসেন (২৪) ও কলেজপাড়ার সবুজ (৩০)।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম জানান, মাদকদ্রব্য আইনে গ্রেফতারকৃত প্রত্যেক মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।