দিনাজপুরে ট্রাকচাপায় ইজিবাইক যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:২৩ পিএম, ৩০ মে ২০১৮

শহরের বালুয়াডাঙ্গা এলাকায় ট্রাকচাপায় এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

কোতয়ালি থানার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, শহর থেকে বিরল যাওয়ার পথে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ট্রাক ঢুকিয়ে দেন।

এতে ইজিবাইকের এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। আহতরা এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।