ঈশ্বরদী-পাবনা রেলপথে ট্রেন চলবে শিগগিরই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ৩০ মে ২০১৮

ঈশ্বরদী হয়ে পাবনা অভিমুখে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরুর আগে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুধবার নবনির্মিত বিভিন্ন স্টেশন ও রেলপথ পরিদর্শন করেছেন। তারা বলেছেন, আর কিছুদিন পর বহু প্রতিক্ষিত ঈশ্বরদী-ঢালারচর রেলপথে ট্রেন চলবে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী রেলওয়ে পরিদর্শক খোন্দকার শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিদর্শন প্রতিবেদন সরকারকে দিলেই খুব শিগগিরই বহু প্রতিক্ষিত এ রুটে ট্রেন চলাচল শুরু হবে। তবে কোনো তারিখ বা সময়ের কথা বলেননি তিনি।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯টি কোচে শতাধিক রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে ঈশ্বরদীর অদূরে মাঝগ্রাম স্টেশন থেকে পাবনা পর্যন্ত চারটি স্টেশন পরিদর্শন করেন। স্টেশনগুলো হলো- মাঝগ্রাম, দাশুড়িয়া, টেবুনিয়া ও পাবনা। পরিদর্শন শেষে পাবনা রেলওয়ে স্টেশনে দুটি আমের চারা রোপণ করেন রেলওয়ে কর্মকর্তারা।

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলহাজ্ব আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ রিয়াদ আহম্মেদ, বিভাগীয় প্রকৌশলী-২ আরিফ আহম্মেদ, বিভাগীয় সংকেত প্রকৌশলী আবু হেনা মোস্তফা আলম, পাকশী বিভাগীয় সিগন্যাল ও টেলিকম প্রকৌশলী রুবাইয়াৎ শরীফ প্রান্ত, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ), বিভাগীয় যান্ত্রিক (লোকো) হাসানুজ্জামান, ময়েন উদ্দিন সরদার, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রজেক্ট ইনচার্জ আলহাজ রোকনুজ্জামান শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।