অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৫০ এএম, ০৩ জুন ২০১৮

নোয়াখালী সদর উপজেলার কালিতারা এলাকার সোনাপুর-রামগতি সড়কে রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহতের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরি গ্রামের রাকিব হোসেন, একই গ্রামের জহুরুল হকের ছেলে আকবর হোসেন ও চর আবজল গ্রামের মো. কবির হোসেন। এদের মধ্যে রাকিব ও কবির নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে রাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসাকি চিকিৎসা কর্মকর্তা ডা. শামিম রেজা জানান, চিকিৎসাধীন তিনজনের মধ্যে রাকিবের শরীরের ৭৩ শতাংশ ঝলসে গেছে। পরিবারের লোকজন এলেই তাকে ঢাকায় রেফার করা হবে। অপর দুইজনের চিকিৎসা এখানেই চলবে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, হতাহতদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়।

মিজানুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।