সেনবাগে বাজারে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৩ জুন ২০১৮

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোববার ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা খবর দিলে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ দিন থেকে সেনবাগে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করে এলেও এখন পর্যন্ত স্টেশনটি স্থাপিত হয়নি। যদি সেটা থাকতো তাহলে ক্ষয়ক্ষতি আরও কম হতো। অবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তারা।

মিজানুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।