নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৯ জুন ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনী মাঠ পর্যবেক্ষণ ও এক মেয়রপ্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

‘ডিআই’ মূলত গণতন্ত্র, নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণের মতো সরকারি বিভিন্ন প্রকল্প এবং রাষ্ট্রে বহুদলীয় পদ্ধতি ফেরাতে কাজ করে থাকে।

মঙ্গলবার বিকেলে জেলার জয়দেবপুর শহরের ২৮নং ওয়ার্ডের উত্তর ছায়াবিথী এলাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সঙ্গে তার ব্যক্তিগত অফিসে প্রতিনিধি দলটি মতবিনিময় করেন।

এতে উপস্থিত ছিলেন ডিআইয়ের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার জেনা করীম, সিনিয়র প্রোগ্রাম অফিসার লিপিকা তাপসী, সিনিয়র ইলেকশন অ্যাডভাইজার শাহেদুন্নবী ও গাজীপুর প্রতিনিধি হামিদুর রশীদ।

মতবিনিময় শেষে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, পর্যবেক্ষক দলটির সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে জেনা করীম এসেছেন স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে। নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে তারা জেনেছেন। নতুন নির্বাচনের তারিখে ভোটারদের অভিমত এবং প্রার্থীদের চাওয়া-পাওয়া সম্পর্কেও তারা জেনেছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য আশঙ্কা, ষড়যন্ত্র, প্রশাসনিক কোনো চাপ আছে কী না এবং সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা এবং কেন্দ্র আছে কী না এসব ব্যাপারেও তারা জানতে চেয়েছেন।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।