সেলফি কেড়ে নিল যুবকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৪ জুন ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে দ্বিতীয় ভৈরব রেলসেতুতে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানতে না পারলেও নিহতের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বলে জানিয়েছেন রেলওয়ে থানা পুলিশ।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সেতুর নিচে থাকা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওই যুবক দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতুতে দাঁড়িয়ে ট্রেনের সামনে সেলফি তোলার চেষ্টা করছিল। এ সময় সেতু দিয়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

আজিজুল সঞ্চয়/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।