কিশোরগঞ্জে র্যাবের অভিযানে এক মাসে গ্রেফতার ২১৫
কিশোরগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে গত এক মাসে ২১৫ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ১৮৩টি মামলা করা হয়েছে। এদের মধ্যে ১৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বাকি ৬৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযান শুরুর পর থেকে গত ১৮ জুন পর্যন্ত ৩৩ হাজার ৪০০ ইয়াবা, ১৭৮ কেজি গাঁজা, ১ লাখ ৬ হাজার ৪২১ লিটার চোলাই মদ, ২২১টি ফেনসিডিল, ৫০০ বোতল হুইস্কি, ৩৫৫ ক্যান বিয়ার, মাদক বিক্রির ৪২ হাজার ৯০১ টাকা ও ১৪টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. এম শোভন খান জানান, বিশেষ অভিযান শুরুর পর থেকে মাদকের বেচাকানা কিছুটা কমলেও সেটি থেমে নেই। মাদক ব্যবসায়ীরা তাদের কৌশল বদলেছে। প্রথম এবং মাঝারি সারির মাদক ব্যবসায়ীরা এখন সরাসরি মাদক বিক্রি করে না। তারা শুধু বিকাশ বা অন্য মাধ্যমে টাকা লেনদেন করে। কিন্তু মাদক পরিবহন করছে অন্যরা। আর মাদক ব্যবসা ও পরিবহনে নারীরা জড়িয়ে পড়ায় তাদের আটক করতে হিমশিম খেতে হয়।
তিনি জানান, কিশোরগঞ্জের ভৈরব, হাওর উপজেলা নিকলী ও করিমগঞ্জে মাদকের চালান আসে। কিন্তু মাদক ব্যবসায়ীরা কৌশল পাল্টানোতে তাদের ধরা যাচ্ছে না। তবে র্যাবের অভিযান আরও বেগবান করা হচ্ছে।
নূর মোহাম্মদ/এএম/আরআইপি