ভৈরবে দুর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৪ জুন ২০১৮
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনায় নিহত কলেজছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের একজন সড়ক দুর্ঘটনায় অন্যজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, ভৈরব হাজী আসমত কলেজের ছাত্র চাঁন বাদশা (১৮) রোববার বিকেলে কলেজের ক্লাস শেষে রিকশাযোগে বাড়ি ফেরার পথে একটি নসিমন তার রিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় বাদশা।

গুরুতর অবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে, ভৈরব রেলওয়ে থানা পুলিশ সন্ধ্যায় আশুগঞ্জ রেলওয়ে নুতন সেতু সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত (২০) এক কিশোরের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা- দুপুরে জয়ন্তিকা ট্রেনে কাটা পড়ে ওই কিশোর নিহত হয়। সোমবার সকালে তার মরদেহ কিশোরগঞ্জে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ জানায়।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।