ধরা পড়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী ডাকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৫ জুন ২০১৮

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ডাকু ওরফে ইসহাক মিয়া (৩৭) পুলিশের হাতে ধরা পড়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকা থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ডাকু ওরফে ইসহাক মিয়া বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর গ্রামের আলফাজ উদ্দিন ওরফে রঙ্গু মিয়ার ছেলে।

ওসি বলেন, গ্রেফতার ডাকু এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সরবরাহকারী। চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের মধ্যেও তিনি মাদক ব্যবসা চালাচ্ছিলেন। অনেকদিন ধরে তাকে ধরতে চেষ্টা চালাচ্ছিল পুলিশ। সোমবার দুপুরে গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করা হয়েছে।

নূর মোহাম্মদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।