ব্যবসায়ীকে ফাঁসানোর ভুল স্বীকার করলেন এএসআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৫ জুন ২০১৮

বগুড়ার ধুনট থানা পুলিশের এএসআই আওয়াল হোসেনের বিরুদ্ধে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর প্রমাণ পাওয়া গেছে।

সোমবার বিকেলে এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দিয়ে ওই এএসআইকে সতর্ক করে করে দেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মতিয়ার রহমানের ছেলে ব্যবসায়ী রফিকুল ইসলামকে রোববার রাতে নিজ বাড়ি থেকে আটক করেন এএসআই আওয়াল হোসেন। এ সময় ব্যবসায়ীর মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশার আসনের নিচে ৩ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেন এএসআই আওয়াল। এ ঘটনায় তাকে আটক করা হয়।

ব্যবসায়ীকে আটকের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সোমবার বিকেলে চিকাশি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গ্রামবাসী থানায় গিয়ে ওসির কাছে বিষয়টির তদন্ত দাবি করেন। ঘটনাটি তদন্তের পর ব্যবসায়ী রফিকুল ইসলামকে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রমাণ পান ওসি।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, মিথ্যা সংবাদের ভিত্তিতে আমাকে আটকের পর সিএনজির আসনের ভেতর ৩ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেন এএসআই আওয়াল। মূলত ইয়াবা দিয়ে আমাকে ফাঁসাতে এ ঘটনা ঘটানো হয়।

চিকাশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, রফিকুল ইসলাম এলাকার একজন নিরীহ প্রকৃতির মানুষ। তিনি মুরগি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। মাদক ব্যবসার সঙ্গে তিনি জড়িত নয়।

অভিযুক্ত এএসআই আওয়াল হোসেন বলেন, সোর্সের দেয়া তথ্য অনুযায়ী ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়। আসলে ঘটনাটি ছিল সাজানো। আমি বিষয়টি বুঝতে পারিনি। পরে প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে ওই সোর্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধুনট থানা পুলিশের ওসি খান মো. এরফান বলেন, মাদক বিক্রির অভিযোগে রফিকুল ইসলামকে আটকের আগে ওই পুলিশ কর্মকর্তাকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। ঘটনাটি সাজানো প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলামকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানো হলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

লিমন বাসার/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।