ভোটারশূন্য কেন্দ্র, বাইরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ হলেও একটি কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোনাবাড়ির ৭নং ওয়াডের জুরুন কোনাবাড়ি জেলখানা রোড এলাকার টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুল ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী হামিদুর রহমান রনি (টিফিন ক্যারিয়ার) ও কাওসার আহমেদের (ঠেলাগাড়ি) সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে এর আগে ভোট কেন্দ্রের চিত্র ছিল সম্পূর্ণ ভোটার শূন্য। দুপুরের আগেই কেন্দ্রটি ভোটার শূন্য হয়ে পড়ে। কেন্দ্রের বাইরে মানুষের ভীড় থাকলেও কেন্দ্রের ভেতরে পোলিং এজেন্ট, গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়নি।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা সবাই আওয়ামী লীগের স্থানীয় নেতা। এখানে কাউন্সিলর পদে বিএনপির কোনো প্রার্থী নেই।
সকাল থেকে নগরীর অন্য কেন্দ্রগুলোর মতো এখানেও ভোটারদের উপস্থিতি ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রটি ভোটারশূন্য হয়ে পড়ে। কেন্দ্রটিতে সকাল থেকেই বিএনপির কোনো পোলিং এজেন্ট ছিলেন না বলে জানা গেছে।
কেন্দ্রটির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা সুকুমার রায় জাগো নিউজকে জানান, কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার ৯১ জন। এখানে মোট আটটি বুথ আছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঁচশ’র বেশি ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি কিছুটা কমে যায়।
এফএইচ/এমবিআর/জেআইএম