অতিরিক্ত ভাড়া আদায় : নোয়াখালীতে ৩ বাসকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৬ জুন ২০১৮

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর চৌমুহনীর চৌরাস্থায় তিনটি বাসকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামম্যাণ আদালত।

মঙ্গলবার বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেত্বত্বে বিভিন্ন বাসের কাউন্টারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবদুল করিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ভ্রামম্যাণ আদালত পরিচালনা করে নির্ধারিত টিকিটের দামের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করায় হিমাচল বাস সার্ভিস চৌরাস্তা কাউন্টারকে ২০ হাজার টাকা, একুশে বাস সার্ভিস কাউন্টারকে ১০ হাজার টাকা এবং ইউনিক বাস সার্ভিস চৌরাস্তা কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালীর জেলা প্রশাসক মাহবুব আলম তালুকাদর জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মিজানুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।