পুলিশের নামে চাঁদা আদায়, গ্রেফতার ২
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের নামে চাঁদা আদায়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. কাশেম (৪৮) ও ফারুক (৪০)। তাদের দুইজনের বাড়ি শহরের আমলাপাড়া ও জগনাথপুর এলাকায়। বুধবার তাদের কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার থানা পুলিশের নাম করে পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামের বাসিন্দা সখিনা বেগমের কাছ থেকে ১৯ হাজার টাকা আদায় করে কাশেম ও ফারুক। সখিনার অভিযোগ, তার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই ভয় দেখিয়ে তার কাছ থেকে ওই টাকা আদায় করা হয়।
ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন ধরে পুলিশের কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করেছে। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।
আসাদুজ্জামান ফারুক/এএম/আরআইপি