আখাউড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পানিতে ডুবে জান্নাত (৮) ও সাইদ (৫) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মৃতরা ওই মহল্লার মাসুক মিয়ার ছেলে-মেয়ে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে জান্নাত ও সাইদ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় অসাবধানতায় তারা দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল ভুইয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর