দলীয় নির্দেশ অমান্য করায় বিএনপির মেয়র প্রার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৯ জুন ২০১৮

দলীয় নিদের্শ অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাসাইল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বাসাইল পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এনামুল করিম অটলকে গণতন্ত্র উদ্ধার ও দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে দলীয় প্রার্থী থেকে ২৬ জুন প্রত্যাহার করা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দিয়ে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচার শুরু করেন। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে এনামুল করিম অটল প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, শনিবার (৩০ জুন) বাসাইল পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরিফউর রহমান টগর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।