টাঙ্গাইলে কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ৩০ জুন ২০১৮

ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির (ঢাটাসট্রেসাবাক) উদ্যোগে শনিবার দুপুরে টাঙ্গাইল সদরের ঘারিন্দা রেল স্টেশনে ঢাকা এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির (ঢাটাসট্রেসাবাক) আহ্বায়ক লুৎফুল্লাহ সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাট্যব্যক্তিত্ব মামুন অর রশিদ, শহীদুজ্জামান সেলিম, তানভীর প্রবাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, ঢাকাস্থ টাঙ্গাইল ফাউন্ডেশনের সভাপতি মনি খন্দকার, ঢাটাসট্রেসাবাকের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, আওয়ামী লীগ নেতা মেহেরুন নেছা তন্ময়, কিসলু প্রমুখ।

আয়োজক সংগঠনের সদস্য সচিব সাজাদুর রহমান খোশনবীশের সঞ্চালনায় সংগঠনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুসহ জেলার ৭৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ সমাবেশে অংশ নেয়।

আরিফ উর রহমান টগর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।