বগুড়ায় অস্ত্রসহ জেএমবির দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০১ জুলাই ২০১৮

বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে দুটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ জেএমবির সামরিক শাখার দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোটচক গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭) ও পারচৌকা গ্রামের আইউব আলীর ছেলে আব্দুল বারি (৩২)।

বগুড়ার ডিবি ও পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টিলিজেন্স শাখার সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দুপুরে দুই জেএমবির সদস্যকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে ডিবি পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আদমদীঘি উপজেলার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন একটি পানি তোলার মেশিন ঘর থেকে জেএমবির সামরিক শাখার সদস্য মো. রুবেল হোসেন ও আব্দুল বারীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।

অভিযানের খবর পেয়ে সেখান থেকে আরও কয়েক জঙ্গি পালিয়ে যান। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বগুড়ার আদমদীঘি থানা পুলিশের ওসি আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় ডিবির এসআই ফিরোজ বাদী হয়ে রোববার সকালে সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদেরকে আদারতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

লিমন বাসার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।