গাজীপুরে বিএনপি অফিসে যুবদলের আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৪ জুলাই ২০১৮

গাজীপুর শহরের রাজবাড়ী রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সদ্য ঘোষিত গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা এ আগুন দেন বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে অফিসের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র পুড়ে যায়।

jagonews24

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা জানান, কমিটিতে ত্যাগী ও মাঠের নেতাদের মূল্যায়ণ করা হয়নি। ফলে গাজীপুরের যুবদল নেতারা ক্ষুব্ধ।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।