বগুড়ায় পুলিশি বেষ্টনীতে বিএনপির কালো পতাকা প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৪ জুলাই ২০১৮

বগুড়ায় আদালত চত্বরে পুলিশ ও আওয়ামী আইনজীবীদের বেষ্টনীর মধ্যে কালো পতাকা প্রর্দশন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালতে এই কর্মসূচি পালিত হয়েছে।

জানা যায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলার শাখার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করায় সকালে আওয়ামী আইনজীবীরা কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয়। ফলে সকাল থেকে আদালত চত্বরে উত্তেজনা বিরাজ করে। এ কারণে দুপুরের আগে থেকেই আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ২টার দিকে জাতীয়তাবাদী আইনজীবীরা জেলা জজ আদালতের গওহর আলী ভবনের সামনে সমবেত হলে সেখানে আওয়ামী আইনজীবী সমিতির বেশ কয়েকজন নেতা হাজির হন। তারা আদালত চত্বরে কালো পতাকা প্রদর্শন করা যাবে না মর্মে জানিয়ে দেন। জাতীয়তাবাদী আইনজীবীরা আদালত চত্বরের বাইরে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী আইনজীবীরাও তাদের পিছু নেয়। এ সময় পুলিশ আদালতের প্রধান ফটক বন্ধ করে দিয়ে অবস্থান নিলে পুলিশ ও আওয়ামী আইনজীবীদের বেষ্টনীর মধ্যে পড়ে যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। একপর্যায়ে পুলিশের অনুমতি নিয়ে তারা কোনো প্রকার স্লোগান ছাড়াই আদালতের গেটে কালো পতাকা প্রদর্শন করে ফিরে যান গওহর আলী ভবনের সামনে।

পরে সংক্ষিপ্ত সমাবেশ করে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। সমাবেশে বক্তব্য দেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলার শাখার সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক এমপি হাফিজুর রহমান।

অপরদিকে আদালতের পরিবেশ নষ্ট ও বিশৃঙ্খলা করার চেষ্টার প্রতিবাদে গওহর আলী ভবনের পার্শ্বে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ব্যানারে সমাবেশে বক্তব্য দেন- রেজাউল করিম মন্টু, তবিরর রহমান, নরেশ মুর্খাজী প্রমুখ।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামরুজ্জামান জানান, কোনো রকমের ঝামেলা হয়নি। শান্তিপূর্ণভাবে যার যার কর্মসূচি তারা পালন করেছে।

লিমন বাসার/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।