১৩টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ জুলাই ২০১৮

 

ফরিদপুরের মধুখালী পৌর এলাকার একটি বসতঘর থেকে ১৩টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার গোন্দারদিয়া গ্রামের শাহ মো. আবুল হোসেন মোল্লার বসতঘরের ভেতরে একটি গর্ত থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার বিকালেগোন্দারদিয়া গ্রামের শাহ আবুল হোসেনের বসতঘরের ভেতর থেকে বৃষ্টির সময় দুটি গোখরা সাপের বাচ্চা বের হয়। এ সময় বাড়ির সদস্যরা সাপের বাচ্চা দুটিকে পিটিয়ে মেরে ফেলে। এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়লে পরদিন বুধবার সকালে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কয়েশদী গ্রামের সাপুরে মো.সেকেন সরদারকে খবর দেয়। পরে সাপুরে সেকেন বসতঘরের একটি গর্ত খুঁড়ে ১৩টি সাপের বাচ্চা ও ১৮টি ডিমের খোসা উদ্ধার করেন। তবে মা সাপটি উদ্ধার করতে পারেনি তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী পৌরসভার প্যানেল মেয়র মির্জা আব্বাস বলেন, ১৩টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে মা সাপটি উদ্ধার করতে না পারায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মা সাপটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।