কিশোর রাকিবের সন্ধানে দিশেহারা বাবা-মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৫ জুলাই ২০১৮

টাঙ্গাইলের সখীপুরে একমাত্র সন্তান রাকিব হাসানকে (১৫) হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা। গত ২ জুলাই সোমবার সকালে উপজেলার কালিদাস তেঁতুলিয়া চালা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

রাকিব স্থানীয় কালিদাস পানাউল্লাহপাড়া হাফিজিয়া মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা বললেও সে আর বাড়ি ফিরে আসেনি। এর আগে কীর্ত্তণখোলা কেজিকে উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে কালিদাস পানাউল্লাহপাড়া হাফিজিয়া মাদরাসায় ভর্তি হয় রাকিব হাসান।

সকল আত্মীয় স্বজনদের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজির পরেও গত তিনদিনেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ রাকিবের বাবা মো. বাবুল মিয়া সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ রাকিবের বাবা বাবুল মিয়া জানান, সোমবার বাড়িতে ফেরার কথা বলে মাদরাসা থেকে ছুটি নেয় রাকিব। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। একমাত্র সন্তানকে হারিয়ে আমরা এখন পাগল প্রায়। গত তিনদিন ধরে তাকে নানাভাবে খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাইনি।

এ প্রসঙ্গে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী জানান, রাকিবের মিসিং হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সে নিজে মিসিং হয়েছে, নাকি তাকে কেউ অপহরণ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোন রাস্তা ঘাটে তাকে কেউ দেখতে পেলে তার পরিবারের কাছে বা সখীপুর থানায় অবগত করার আহ্বান জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।