পাংশায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:১৯ এএম, ১২ জুলাই ২০১৮

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার অাসামি ফজলুর রহমান‌ ফই‌জোকে এক‌টি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার ক‌রেছে ডি‌বি পুলিশ।

বুধবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার যশাই উচ্চ বিদ্যাল‌য় সংলগ্ন কবরস্থা‌নের পা‌শের বাঁশঝাড় থে‌কে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী ডি‌বি পু‌লি‌শের ও‌সি মো. কামাল হো‌সেন ভূইয়া এর সত্যতা নি‌শ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রাতে অ‌ভিযা‌ন চালিয়ে পাংশার যশাই এলাকা থে‌কে ফজলুর রহমান ফই‌জো‌কে এক‌টি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরু‌দ্ধে পরবর্তীর অাই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত ফজলুর রহমান একই ইউ‌নিয়‌নের প‌শ্চিম বা‌লিয়া এলাকার পবন প্রামা‌ণিকের ছে‌লে।

রু‌বেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।