রাজবাড়ীতে ট্রাক উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:২৮ এএম, ১২ জুলাই ২০১৮

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের গোপিনাথদিয়া এলাকায় ট্রাক উল্টে চালক ফজলু শেখের (৩২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আল-আমিন ও আমির নামে দুই ব্যক্তি। তবে হাসপাতালে প্রাথমকি চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

নিহত ফজলু শেখ রাজবাড়ী পৌর চরলক্ষীপুর এলাকার মুসা শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী-ড (১১-০০৬১) ট্রাকটি বরিশাল থেকে রাজবাড়ী আসছিল। ট্রাকটিতে ৫ থেকে ৭ জন ছিল। ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন কামালদিয়া ব্রিজ থেকে পশ্চিম পাশের রাস্তার গোপিনাথদিয়া এলাকায় ট্রাকটি উল্টে খালে পড়ে যায়।

এ সময় ফজলু শেখ ট্রাকের বডির নিচে আটকে ঘটনাস্থলেই মারা যান এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।