পাবনায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
পাবনায় চাঞ্চল্যকর কৃষকলীগ নেতা তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী এই কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার মালিগাছা গ্রামের নওদাপাড়া গ্রামের আমজাদ হোসেন (৪৫), তজির উদ্দিন (৪৬) ইকরাম হোসেন (৫০), আকাই মন্ডল (৪৯), আসকান আলী (৪৩), জীবন হোসেন (৪০) ও জাফর আলী (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের অক্টোবর মাসে আসামিরা অস্ত্র দিয়ে কুপিয়ে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনকে (৫০) হত্যা করে। এ ঘটনায় তার ভাই আব্দুল খালেক বাদী হয়ে ওই দিনই পাবনা সদর থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ৫ মে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। এছাড়াও প্রত্যেককে অতিরিক্ত এক লাখ টাকা করে জরিমানা করেছেন।
সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট শাজাহান খান ও আসামিপক্ষের অ্যাডভোকেট আব্দুল হামিদ মামলাটি পরিচালনা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কারাগারে উপস্থিত ছিলেন।
একে জামান/এমএএস/এমএস