দুদকের মামলায় সাবেক সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তাসহ ৪ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৮ জুলাই ২০১৮
ছবি-ফাইল

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক এক সহকারি সেটেলম্যান্ট কর্মকর্তাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- নোয়াখালী সদরের সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তা কবির আহমেদ, তার সহকারী এসএম খোরশেদ আলম, আশিস কুমার চাকমা ও মো. সামছুদ্দিন।

বুধবার দুপুরে জেলা জজ আদালতের বিচারক সালাহ্ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম জানান, ২০১৭ সালে রায় জালিয়াতির অভিযোগে সদর সহকারী সেটেল্যান্ট কর্মকর্তা কবির আহমদসহ দু’জনের বিরুদ্ধে ও সরকারি জমি ব্যক্তির নামে খতিয়ান করে দেয়ার অভিযোগে কবিরসহ ১৬ জনকে আসামি করে পৃথক দুই মামলা করেন দুদক। ওই মামলায় কবিরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেয়া হয়। কিন্তু তাদেরকে গ্রেফতার করা যায়নি। আজ বুধবার মামলা দুটিতে কবিরসহ চারজন জামিন নিতে আসলে আদালত আসামি ও বাদী পক্ষের শুনানী শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিজানুর রহমান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।